রিয়ানা-লেডি গাগাদের হারিয়ে যেভাবে অস্কার পেল নাটু নাটু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০৮:১৮ পিএম

রিয়ানা-লেডি গাগাদের হারিয়ে যেভাবে অস্কার পেল নাটু নাটু

অস্কার পুরষ্কার যে কোনো বিবেচনায় বিশ্বের শোবিজ জগতের সেরা পুরষ্কার। সেই পুরষ্কারের এবারের আসরে ভারতীয় সিনেমা আরআরআর এর নাটু নাটু গানটি তুমুল আলোড়ন ফেলল। সিনেমার রিয়ানা কিংবা লেডি গাগার গান নয়, অস্কার জিতে নিল এম এম কিরাবাণী সৃষ্ট সেই ‘নাটু নাটু’। তেলুগু ছবির ইতিহাসেও এটি প্রথম অস্কার। সেই সাথে দেশবাসীর গর্বের কারণ হয়ে উঠেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। কিন্তু কীভাবে সম্ভব হল এরকম অসাধ্য সাধন? জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পিছনে ফেলে ‘নাটু নাটু’ কেন সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতল অ্যাকাডেমির বিচারে?

রইল ৫ কারণ।

এক.

এম এম কীরাবাণীর সুর ও ছন্দে ‘নাটু নাটু’ খুব অন্য রকম গান। সুরে মিশে আছে দক্ষিণ ভারতের জনজীবনের পরশ, যা মন ছুঁয়েছে বিশ্ববাসীর। এই গান খুব কম সময়ের মধ্যে দেশের প্রিয় পার্টি-সং-এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছিল।

দুই.

ছন্দের দিক থেকেও আলাদা ‘নাটু নাটু’। এই গান শুনতে শুনতে দর্শকের হৃদয় নেচে উঠতে বাধ্য। ভাষা না বুঝেও এই গানের তালে বিশ্ববাসী নেচে উঠেছেন।

তিন.

শুধু শ্রুতিমধুরতার দিক থেকে নয়, ‘নাটু নাটু’ গানের দৃশ্যও প্রশংসা পেয়েছে। কিভের প্রেসিডেন্ট ভবনের সামনে এন টি আর জুনিয়র এবং রাম চরণের নাচের দৃশ্য কোরিয়োগ্রাফির দিক থেকেও নজর কেড়েছে। দুই নায়কের দুর্দান্ত নাচের তালমিলও নজর কেড়েছে সকলের।

চার.

সাফল্যের মূল চাবি আসলে রসায়নে। পরিচালক রাজামৌলির সঙ্গে এন টি আর এবং রামচরণের মেলনবন্ধন সব কিছুকে সম্ভব করে তুলেছে দৃশ্যের দিক থেকে। দৃশ্যনির্মাণ আন্তর্জাতিক মানের, যা ভারতের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে আগেই।

পাঁচ.

‘আরআরআর’ ছবি নিয়ে বহু দিন ধরেই পরিকল্পনামাফিক প্রচার চালাচ্ছিলেন পরিচালক রাজামৌলি। কথা প্রসঙ্গে ‘নাটু নাটু’-র শিকড় সম্পৃক্ততার বিষয়েও বলেন। দেশের সঙ্গে এই গানের যোগাযোগের বিষয়ে তাঁর কথা থেকেই বুঝতে পারেন সিনেপ্রেমীরা। অস্কার পাওয়ার আগে গোল্ডেন গ্লোবও পেয়েছে ‘নাটু নাটু’।

১২ মার্চ অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করেছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। সঙ্গ দিয়েছেন একঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য দুই নৃত্যশিল্পীকে দেখে রাম চরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল হতেই পারত। রূপটান ও তাঁদের পায়ের জাদু এমনই, মঞ্চে দুই তারকার না থাকা অনেকটা পুষিয়ে দিলেন ওই দুই নৃত্যশিল্পী।

তবে পারফরম্যান্সের আগেই ছিল চমক। সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান দীপিকা। কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা অভিনেত্রী। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ভরে যায় ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ। বার কয়েক কথা বলা থামাতেও হয় তারকাকে। তার পরেই ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের জন্য শিল্পীদের মঞ্চে ডেকে নেন দীপিকা। ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ পেল স্ট্যান্ডিং ওভেশন’।

আনন্দবাজার

Link copied!