হলিউডে মুসলিমদের 'নেতিবাচক উপস্থাপন' বন্ধের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২১, ০৭:০৯ এএম

হলিউডে মুসলিমদের 'নেতিবাচক উপস্থাপন' বন্ধের আহ্বান

পশ্চিমা বিশ্বে ছোট-বড় পর্দায় বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিমদের হাস্যকর ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এর বিরুদ্ধে বেশ কয়েকবার আওয়াজ উঠলেও শেষ পর্যন্ত তা হালে পানি পায়নি। এবার হলিউডে মুসলিমদের 'নেতিবাচক ভাবে উপস্থাপন' বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অভিনয় শিল্পী রিজ আহমেদ। সেই সঙ্গে মুসলিম শিল্পীদের উন্নয়নের জন্য ফেলোশিপের ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, পশ্চিমা জগতে মুসলিমরা অভিনয়ের জন্য খুব কম সুযোগ পায়, আর পেলেও তাদের চরিত্রগুলো বেশ নেতিবাচকভাবে এবং অবহেলিতভাবে উপস্থাপন করা হয়। এই গবেষণার তথ্য সামনে আসার পর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন প্রথম মুসলিম অভিনয় শিল্পী হিসেবে অস্কারের জন্য মনোনীত রিজ আহমেদ। এই ঘোষণার পাশাপাশি ১ মিনিট ৩৩ সেকেন্ডের এক টুইট বার্তায় তিনি এই পরিবর্তনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাকিস্তান বংশোদ্ভূত এই ব্রিটিশ অভিনয় শিল্পী বলেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত, ব্যতিক্রম ঘটনা আসলে মূল অবস্থায় কোন পরিবর্তন আনতে পারে না। বরং কিছু কিছু ক্ষেত্রে তাকে আরো প্রতিষ্ঠিত করে। আর সে কারণেই কোন ব্যতিক্রম ঘটনা নয়, বরং সকলের একত্রে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

https://www.youtube.com/watch?v=Ssuhvv0l3bk

টুইট বার্তায় নিজ হতাশার কথা জানিয়ে তিনি বলেন, স্ক্রিনে মুসলিম চরিত্রগুলোকে নেতিবাচকভাবে বা অবহেলিত অবস্থায় দেখতে দেখতে আমি হতাশ। ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আসতে হবে। আমাদের নতুন গবেষণা এটাই প্রমাণ করে যা আসলে প্রতিনিয়ত আমরা অনুভব করেছি টেলিভিশন দেখে।

তিনি ভিডিও বার্তায় প্রশ্ন তুলে বলেন, 'বিশ্বে ১৬০ কোটি মুসলিম, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চারভাগের একভাগ, অথচ এটা কিভাবে সম্ভব যে এই অবস্থানে এর আগে আর কেউ স্থান পায়নি!'

ভেনম এবং দ্য নাইট অফ মিনি সিরিজের জন্য বিখ্যাত এই অভিনয় শিল্পী জানান, ২৫ হাজার ডলারের যেই ফেলোশিপ প্রদান করা হবে, তার মাধ্যমে মুসলিম শিল্পীরা কাজ করার সুযোগ পাবে। এর মাধ্যমে মেহেরসালা আলী, র‍্যামি ইউসুফ এবং হাসান মিনহাজের মত অভিনেতা ও কমিডি শিল্পীরা এগিয়ে আসবে।

সূত্র: বিবিসি

Link copied!