আগামী বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (৬ জুলাই)। আর উৎসব শুরুর পর দিনই দেখা যাবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিশিয়াল সিলেকশন পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ টিমের ৭ জন। সেখানে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই কান উৎসবে যোগ দিবেন তারা।
‘রেহানা মরিয়ম নূর’ স্থান করে নেয়ায় কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’
বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এই সিনেমা সহ এ বছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।এদিকে কানের ৭৪তম আসরের প্রধান বিচারক হিসেবে থাকছেন স্পাইক লি। এই প্রথম কৃষ্ণাঙ্গ কোনও পরিচালক কানে বিচারকদের সভাপতি হলেন।
স্পাইক লি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ছবিগুলোর মধ্যে কোনটি স্বর্ণ পাম জিতবে তা নির্ধারণ করবেন। তিনি বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দিবেন। স্পাইক লির নেতৃত্বে মূল প্রতিযোগিতা বিভাগে থাকবেন আরও কয়েকজন বিচারক।