গ্র্যামি অ্যাওয়ার্ডস

৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় টেইলর সুইফটের

শোবিজ ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৭:০৭ এএম

৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় টেইলর সুইফটের

ছবি: সংগৃহীত

বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেইলর সুইফট। ‘মিডনাইটস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন জনপ্রিয় এই পপ সংগীতশিল্পী।

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় ৪ ফেব্রুয়ারি ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয় এই সঙ্গীত পুরস্কারের আয়োজন। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে।

২০২২ সালের অ্যালবাম ‘মিডনাইটস’-এর জন্য এ বছর ছয়টি গ্র্যামির মনোনয়ন পেয়েছিলেন টেইলর। 

পুরস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে টেইলর বলেন, “এটা আমার ১৩তম গ্র্যামি, যা আমার লাকি নাম্বার। আমি জানি না আমি আপনাকে কখনও বলেছি কিনা। আমাকে ভোট দেওয়ার জন্য রেকর্ডিং অ্যাকাডেমির সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। তবে আমি জানি যে রেকর্ডিং একাডেমি যেভাবে ভোট দিয়েছে তা আমার ভক্তদের আবেগের সরাসরি প্রতিফলন। তাই আমি ভক্তদের ধন্যবাদ জানাতে একটি গোপন কথা বলব। আমি গত দুই বছর ধরে আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছি, তা হল আগামী ১৯ এপ্রিল আমার নতুন অ্যালবাম আসছে। নাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’। আমি এখনই ব্যাকস্টেজে গিয়ে অ্যালবাম কাভারটি পোস্ট করতে যাচ্ছি। থ্যাঙ্ক ইউ, আই লাভ ইউ! থ্যাংক ইউ!” 

‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস। সেরা একক পপ পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি।

সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিসের বার্বি সিনেমার ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’। সেরা ‘আর এন্ড বি’ গানের পুরস্কার জিতেছেন এসজেডএ (স্নুজ)।

সেরা প্রগতিশীল ‘আর এন্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।

সেরা মেটাল পারফর্মেন্সের পুরস্কার জিতেছে ‘মেটালিকা।’ সেরা রক গান হয়েছে ‘নট স্ট্রং এনাফ (জুলিয়েন বেকার)।

‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হুসেন এই ব্যান্ডের সদস্য।

গ্রামির মঞ্চে সংগীতশিল্পী শঙ্কর মহাদেবনের সঙ্গে ‘শক্তি’ ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজগোপালানকে পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন, ‘পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’

এর বাইরে ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।

এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন যারা–
রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)
বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
বেস্ট র‍্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’

Link copied!