জলের গানের রাহুলের বাসায় হামলা, হাজারখানেক বাদ্যযন্ত্র তছনছ করল দুর্বৃত্তরা

শোবিজ ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ১২:৩২ পিএম

জলের গানের রাহুলের বাসায় হামলা, হাজারখানেক বাদ্যযন্ত্র তছনছ করল দুর্বৃত্তরা

‘জলের গানে’র রাহুল আনন্দ

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের দিনই ‘জলের গান’ ব্যান্ডের দল নেতা ও ভোকাল রাহুল আনন্দের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) তার বাসায় থাকা হাজারখানেক বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জলের গান’ ব্যান্ড থেকে বেরিয়ে যাওয়া সদস্য সাইফুল ইসলাম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ। সেসময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। তিনি বলেন, “রাহুল দা নিজ হাতে বছরের পর বছর যেসব ইনস্ট্রুমেন্ট (বাদ্যযন্ত্র) তৈরি করেছিলেন, এগুলোর সবই ভাঙচুর করা হয়েছে। লোকজন যখন হুড়োহুড়ি করে সবকিছু ভাঙচুর শুরু করেন, তখনই একপর্যায়ে রাহুল দার বাসায়ও হামলা হয়।”

সোমবার বিকেলে হামলা ও অগ্নিসংযোগের সময় রাহুল আনন্দ ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার সময় দেয় দুর্বৃত্তরা। রাহুলের পারিবারিক একজন বন্ধু জানান, রাহুলরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে এই ঘটনায় তার মন ভেঙে গেছে।

জানা গেছে, রাহুলদের বাড়িটি রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে বাদ্যযন্ত্র, আসবাবপত্র সবকিছু ভেঙে ফেলা হয়েছে।

রাহুলের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। 

Link copied!