বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নায়ক ফেরদৌসের শ্রদ্ধা

শোবিজ ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৪, ০১:১৫ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নায়ক ফেরদৌসের শ্রদ্ধা

গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বেসরকারিভাবে ঘোষণা হয়ে গেছে ফলাফলও। নৌকা প্রতীকে ঢাকা-১০ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফেরদৌস আহমেদ। 

এদিকে বিজয়ী হওয়ার পরদিন সোমবার বিকেল চারটার দিকে (নিজের নির্বাচনী আসন) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন ফেরদৌস। এরপর পোস্টার, ব্যানার অপসারণ কর্মসূচি পালন করেন ফেরদৌস।

এ সময় ফেরদৌস বলেন, ‘আমাদের প্রথম কর্মসূচি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো। এরপর আমার নিজ এলাকায় পোস্টার-ব্যানার অপসারণ এটা শুরু করেছি। 

আগামীকাল সকাল থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা পুরো দমে কাজ শুরু করবে। আশাকরি দ্রুতই সব পোস্টার অপসারণ শেষ হবে।’

তিনি বলেন, ‘এতদিন যেসব নেতাকর্মী আমার সঙ্গে ছিলেন। আমাকে বিজয়ী করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের নিয়ে আজ আমি বসবো। তাপস ভাইয়ের থেকে এতদিন দিক নির্দেশনা নিয়ে আমি চলেছি তার সঙ্গে বসে সঠিক নির্দেশনা নেবো। ঢাকা ১০ হবে দশে দশ এতদিন এই স্লোগান ধারণ করেছি চলেছি সেটা বাস্তবায়নে পুরো দমে কাজ শুরু করবো।’

Link copied!