সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

শোবিজ ডেস্ক

জুলাই ২৫, ২০২৪, ০৯:০০ এএম

সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

শাফিন আহমেদ

সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। ভাইয়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হামিন আহমেদ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ছয়টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে মৃত্যু হয় তার।

হামিন আহমেদ জানান, গত ২০ জুলাই ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শাফিনের একটা কনসার্ট ছিল। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেজন্য শো’টা ক্যানসেল করা হয় এবং সেদিনই তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

ছেলেবেলা থেকেই গানের ভেতরেই বড় হয়েছেন। বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গ ধাঁচ ও মায়ের কাছে নজরুল সঙ্গীত শেখেন। স্বীয় প্রচেষ্টায় শেখেন পাশ্চাত্য সঙ্গীত। পড়াশুনার সুবাদে পাড়ি জমান ইংল্যান্ডে।

১৯৭৯ সালে শাফিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস গড়ে তোলেন। ‘৮২’তে প্রথম অ্যালবাম ‘মাইলস’ ও ‘৮৬’তে ‘স্টেপ ফাদার’র মাধ্যমে বাজারে আসে মাইলসের নিজস্ব গান। এরপর ‘৯১’-এ রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ এই অ্যালবামের ‘চাঁদ-তারা’ গানটি তখন ব্যাপক জনপ্রিয় ও সমাদর পেয়েছিল। শাফিন আহমেদ শ্রোতাদের উপহার দিয়েছেন ‘দরদিয়া’, ‘প্রথম প্রেমের মতো’, ‘জাদু’, ‘কতকাল খুঁজবো তোমায়’, ‘ধি কি ধি কি’, ‘পাহাড়ী মেয়ে’, ‘পিয়াসি মন’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’র মতো সমাদর পাওয়া গান।

Link copied!