গ্রামির মঞ্চে ভারতীয়দের জয়জয়কার

সানজিদা হোসেন

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৭:২৬ পিএম

গ্রামির মঞ্চে ভারতীয়দের জয়জয়কার

ছবি: সংগৃহীত

গ্র্যামির মঞ্চে এবারের জয়জয়কার ভারতের। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসলো লস অ্যাঞ্জেলেসে।
সঙ্গীত জগতের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ঘরে তুললেন ভারতীয় প্রসিদ্ধ সংগীত শিল্পী শংকর মহাদেভান ও তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনসহ মোট ৫ জন। 

বংশীবাদক রাকেশ চৌরাসিয়া, বেহালা বাদক গণেশ রাজগোপালন এবং পারকিউশনিস্ট সেলভাগনেশ বিনয়াক্রম। পারকিউশন হল ড্রাম বা ঢোল ধরনের হাতে বাজানো বাদ্যযন্ত্র। 

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত হয়েছে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে চার বিশিষ্ট শিল্পীর নাম। তাঁদের মধ্যেই দুজন হলেন ভারতীয় সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন ও উস্তাদ জাকির হুসেন। তবলা বাদক হিসেবে ছিলেন জাকির আর বেহালায় গণেশ রাজাগোপালন।

বিজয়ী হওয়ার পাশাপাশি গ্র্যামির মঞ্চে তৃতীয় বার পুরস্কৃত হলেন উস্তাদ জাকির হুসেন। তিনি গ্র্যামি জিতেছেন ইন্দো-ইরানিয়ান পাশতু সংগীতে তার অবদানের জন্য। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ এর সম্মান জিতে নেন তিনি।

তবলাবাদক জাকির হোসেন জিতেছেন, বেলা ফ্লেক এবং এডগার মেয়ারের সঙ্গে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জাকির হুসেন পেলেন তিনটি গ্র্যামি। 

জাকির হুসেন সঙ্গীত দুনিয়ার অন্যতম সেরা সম্মানের মঞ্চে দাঁড়িয়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ সঙ্গীত দুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই জয় জীবনের অন্যতম সেরা পাওনা।

গর্বের সেই মুহূর্তটাকে শেয়ার করা হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার নামে পরিচিত)। শেয়ার করা একটি ছবিতে,  মহাদেভান, গণেশ রাজাগোপালনকে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করতে দেখা যায়। “GRAMMYs”, আইডি থেকে লেখা হয় “অভিনন্দন! সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজয়ী- “দিস মোমেন্ট” শক্তি।

গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়ে শংকর মহাদেভান জানান এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারতের জন্য তিনি গর্বিত। 

তিনি বলেন, আমার সঙ্গীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর স্ত্রীকে অর্পণ করলাম। সংগীতশিল্পীর বক্তব্য জনতার মধ্যে থেকে একটি উচ্চ উল্লাস জাগিয়ে তোলে। গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা কৌতুকশিল্পী ট্রেভর নোয়া। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

গত বছরের ৩০ জুন মুক্তি পায় “দিস মোমেন্ট অ্যালবাম”। এই অ্যালবামে ক্ল্যাসিক্যাল এবং মিক্স ঘরানার মোট আটটি গান রয়েছে। এখানে, শক্তি ব্যান্ডের সদস্য হিসাবে কাজ করেছেন গিটারিস্ট জন ম্যাকলাফলিন, তবলায় ওস্তাদ জাকির হুসেন, কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেভান, পার্কিউশনিস্ট ভি সেলভাগণেশ এবং বেহালায় ছিলেন গণেশ রাজাগোপালন। সুসানা বাকা, বোকান্তে, বার্না বয় এবং ডেভিডোর মতো  শিল্পীদের সঙ্গে  গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিলেন। দেশটির এমন গর্বিত মুহূর্তে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ভারতবাসী। গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের জয় নিঃসন্দেহে দেশের জন্য গর্বের দিন।

এত রথি মহারথির মাঝে বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও মুজাও উপস্তিত ছিলেন।

Link copied!