দীর্ঘ ২৩ বছর পর ওয়ারফেজ ব্যান্ডের নতুন রেকর্ড!

শোবিজ ডেস্ক

আগস্ট ১৬, ২০২৩, ০৪:৩৯ পিএম

দীর্ঘ ২৩ বছর পর  ওয়ারফেজ ব্যান্ডের নতুন রেকর্ড!

দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি ওয়ারফেজ। এই ব্যান্ডেরই একটি জনপ্রিয় গান ‘আলো’। ২৩ বছর পর আবার গানটি নতুন করে রেকর্ড করেছে তারা। যা স্থান পেয়েছে তাদের নতুন অ্যালবাম ‘পথচলা ২’র দ্বিতীয় গান হিসেবে। গানটি নেটদুনিয়ায় উন্মুক্ত হয়েছে গেল বৃহস্পতিবার।

এর আগে জুন মাসে ওয়ারফেজ এই অ্যালবামের প্রথম গান হিসেবে ‘হারিয়ে তোমাকে’ প্রকাশ করে। যা ছিল তাদের ‘মহারাজ’ অ্যালবামের একটি গান। অ্যালবামটি মুক্তি পায় ২০০৩ সালে।

ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান, ‘পথচলা ২’ অ্যালবামে ১০ থেকে ১২টি গান থাকবে। এর মধ্যে বেশির ভাগ গানই হবে পুরোনো। যা নতুন করে রেকর্ড করা হবে। আর প্রতি মাসেই একটি করে গান প্রকাশের ইচ্ছা তাদের। পুরোনো গানের পাশাপাশি নতুন গান নিয়েও আসছে দলটি।

টিপুর ভাষ্য, ‘নতুন ২৫টির মতো গান রয়েছে আমাদের কাছে। সেখান থেকে গান নির্বাচন করে শিগগিরই অ্যালবাম প্রকাশের ঘোষণা দেওয়া হবে।’

 

Link copied!