অস্কার থেকে কী কী উপহার নিয়ে যাবেন তারকারা?

শোবিজ ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০২:০৩ পিএম

অস্কার থেকে কী কী উপহার নিয়ে যাবেন তারকারা?

১০ মার্চ ( বাংলাদেশ সময় ১১ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। অস্কারে মনোনীতরা পাবেন কোটি টাকার ‘গিফট ব্যাগ। প্রতি বছর অস্কারের লাল গালিচায় কোন তারকা কী পোশাক পরে আসবেন, তা নিয়ে কৌতূহল থাকেই। তেমনই তারকাদের দেওয়া ওই ব্যাগটিতেও কী কী উপহার থাকছে, তা জানতে চান অনেকে।

অস্কার হাতে উঠুক কিংবা না উঠুক, মনোনীত প্রত্যেককে একটি উপহারের ব্যাগ দেওয়া হয়। সে ব্যাগের মধ্যে থাকে কোটি টাকার বেশ কিছু শৌখিন উপহার। তারকাদের জন্য এই গুডি ব্যাগগুলো দিয়ে থাকে লস অ্যাঞ্জেলেসের কোম্পানি ‘ডিসটিঙ্কটিভ অ্যাসেট’। ২০০২ সাল থেকে এই গিফট ব্যাগগুলো দিয়ে আসছে তারা। মূল বিভাগগুলোয় মনোনীত প্রার্থীরা এটি পেয়ে থাকেন। অর্থাৎ সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী—সব বিভাগের মনোনীতরাই পান এই ‘এভরিওয়ান উইন’ উপহার।

এবারের অস্কারে ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীদের পরিচালিত ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বনামধন্য বিলাসবহুল ব্র্যান্ডের নানা পণ্যও থাকছে। প্রতিবছরের মত এবারও অস্কারে মনোনয়নপ্রাপ্ত তারকাদের তালিকায় বেশ কয়েক জনের নাম থাকলেও, পুরস্কার উঠবে এক জনেরই হাতে। এছাড়া বরাবরের মত এবারও অস্কার মনোনয়নপ্রার্থীরা পাবেন উপহারস্বরূপ ‘গুডি’ ব্র্যান্ডের ব্যাগ। সেই ব্যাগে আছে কোটি টাকার উপহার। এতে থাকে দামি প্রসাধন, বিদেশ ভ্রমণের কুপন, দামি চকোলেট, বিলাসবহুল রেস্তরাঁর কুপন এমনকি ‘প্লাস্টিক সার্জারি’ করানোর কুপনও। এছাড়া, কোনও কোনও বছর বিলাসবহুল দামি গাড়ির চাবিও থাকে এই ব্যাগে। মোট কথা হল, অস্কার হাতছাড়া হওয়ার দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা যে থাকে, তা বোঝাই যায়।

এছাড়া, জানা গেছে এবারের ৯৬তম অস্কারের গিফট ব্যাগে থাকছে সুইজারল্যান্ডের শ্যালে জেরমাট পিকে অবকাশ যাপনের কুপন। সেখানে এক রাত যাপন করতে খরচ হয় ১ লাখ মার্কিন ডলার। থাকছে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন ডোর লাক্সারি স্পা ও রিসোর্টে ৭ দিন কাটানোর কুপন। এ ছাড়াও সেন্ট বার্থের একটি অসাধারণ প্রাইভেট ভিলাতে তিন রাত থাকার সুযোগও থাকছে।

এসব পাঁচ তারকা মানের থাকার জায়গা ছাড়াও থাকছে টপ-লাইন বিউটি প্রোডাক্টস। মিয়াজি স্কিনকেয়ার, অ্যাডোনিস আরকানা ও ডানুসেরার পণ্য সহ ডিজাইনার বালিশ ও বালিশের কভার থাকছে এই ব্যাগে। এছাড়া, হাতে তৈরি হ্যান্ড ব্যাগ ও ব্যাগ প্যাক সহ রান্না ঘরের ব্যবহারের বিলাসবহুল পণ্য, ফুল, কালেকটর্স এডিশন রুবিকস কিউব, বই, চকলেট, হেলথ সাপ্লিমেন্টস, নানা রকমের খাবার, পানীয়সহ আরও অনেক কিছু।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। যেখান থেকে তারকা-নির্মাতারা বিশ্ব সেরার পুরস্কার নিজেদের ঘরে তোলেন।

Link copied!