অস্কার মঞ্চে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৫:০৯ পিএম

অস্কার মঞ্চে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ

কমেডিয়ান ক্রিস রককে চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।  

বরাবরের মত এবারও চলচ্চিত্রের সবথেকে সম্মানজনক অস্কারের আয়োজন করে- অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার (৮ এপ্রিল) একটি বৈঠকে বসে এই সংস্থা। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। 

একটি বিবৃতিতে অস্কার কমিটির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও নির্বাহী কর্মকর্তা ডন হাডসন বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ১০ বছরের জন্য স্মিথকে একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে যোগদানের অনুমতি দেওয়া হবে না। স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তাঁর এই আচরণের জন্য ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চান তিনি। পরে অস্কার থেকে পদত্যাগও করেন স্মিথ। তবে ক্ষমা প্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা।  উল্লেখ্য, ‘কিং রিচার্ড’- মুভিতে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন উইল স্মিথ।  

এদিকে অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন স্মিথকে চড়-কাণ্ডের ফল ভুগতে হবে। তবে ওই ঘটনার ভুক্তভোগী ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

Link copied!