অস্কারে লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারকে উপেক্ষা করায় ক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২২, ১১:৪৭ পিএম

অস্কারে লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারকে উপেক্ষা করায় ক্ষোভ

বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় শুরু হয়েছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসর। করোনা মহামারির কারণে এক মাস পিছিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।

আসরে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে আন্তর্জাতিক জনপ্রিয় কিংবদন্তী শিল্পীদের নাম উল্লেখ করে তাদের প্রতি সম্মান দেখানো হয়।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি গত দুই বছরে বেশ কয়েকজন জনপ্রিয় মুখকে হারিয়েছে। তাদের মধ্যে বিদায় নেওয়া সবচেয়ে উজ্জ্বল ও সফল দুই কিংবদন্তি হলেন গায়িকা লতা মঙ্গেশকর এবং অভিনেতা দিলীপ কুমার। কয়েক দশক ধরে ভারতীয় শোবিজ তথা বিশ্ব সংস্কৃতির আঙিনায় আলো ছড়িয়েছেন তারা।

কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে দুই শিল্পীর নাম উল্লেখ করা হয়নি। এতে অবাক হয়েছেন দর্শকরা। ভারতীয়রা আক্ষেপ প্রকাশ করে ক্ষোভ জানাচ্ছেন।

লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারের মতো কিংবদন্তিকে স্মরণ না করাটা অপমানের বলেও মন্তব্য করেন তারা। নেটিজেনরা সোস্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করেছেন।

একাডেমি অ্যাওয়ার্ডে ২০২০ সালে কিংবদন্তি ভারতীয় অভিনেতা ইরফান খান এবং কস্টিউম ডিজাইনার ভানি আথাইয়াকে সেই বছরের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে শ্রদ্ধা জানানো হয়েছিল। ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুত ইন মেমোরিয়াম ভিডিওর অংশ ছিলেন না। তবে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম উল্লেখ করা হয়েছিল।

Link copied!