জন্মদিনে সুখবর দিলেন বেসবাবা সুমন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৯:০৭ পিএম

জন্মদিনে সুখবর দিলেন বেসবাবা সুমন

তাকে বলা হয় সংগীত জগতের এক যোদ্ধা। বাংলাদেশের অন্যতম সেরা বেস গিটারিস্টদের অন্যতম তিনি। মরণব্যাধী ক্যান্সারকেও জয় করেছেন তিনি। বাংলাদেশের অন্যতম সেরা এই বেস গিটারিস্ট সংগীত জগতে বেসবাবা সুমন নামে সর্বত্র পরিচিত। ৮ জানুয়ারি ছিল তার ৪৯তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন এই কিংবদন্তী গায়ক। লাইভে এসে ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন সুমন।

জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’র প্রতিষ্ঠাতা সুমন জানিয়েছেন, “এ বছরটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দারুণ একটি বছর। কারণ, এ বছর আর্টসেল, নেমেসিস, অর্থহীন, বে অব বেঙ্গলের অ্যালবাম আসতে যাচ্ছে।” এতদিন গুঞ্জন শোনা গেলে এবার সুমন নিজেই নিশ্চিত করলেন এই কথা।

লাইভে সুমন বলেছেন, “অনেকে অনেক কথা বলেছে বিশ্বাস করেন নাই। তবে এবার আমি বলছি। আর্টসেলের অ্যালবাম আসছে, অর্থহীনের অ্যালবাম আসছে, নেমেসিসের অ্যালবাম আসছে, বে অব বেঙ্গলের অ্যালবাম আসছে। এবছর অনেক কিছুই হতে চলেছে। ট্রাষ্ট মি।”

পুরো নাম সাইদুস সালেহীন খালেদ সুমন। তবে সংগীত জগতে বেসবাবা সুমন নামেই পরিচিত। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসার আক্রান্ত হয়ে সুমনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। একের পর এক অস্ত্রোপচার শেষে মৃত্যুকে জয় করে ফিরেছেন তিনি। মাঝে বেশ কিছুদিন সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না।এখন আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে সচল হয়েছেন সুমন। ফিরে এসে ভক্তদের মাঝে প্রশান্তি ছড়ালেন তিনি।

‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড দিয়ে ১৯৮৬ সালে সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। ১৯৯৭ সালে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এ গিটার বাজান তিনি।১৯৯৯ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ থেকে ব্যান্ডদল অর্থহীনের যাত্রা শুরু করেন তিনি।

Link copied!