ঢাকাই সিনেমায় হেলেনা জাহাঙ্গীর

আদালত প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২২, ০১:৪৯ এএম

ঢাকাই সিনেমায় হেলেনা জাহাঙ্গীর

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী এবং একাধিক মামলায় জামিনে থাকা  ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর এবার অভিনয় জগতে প্রবেশ করেছেন।ঢাকাই চলচ্চিত্রের একটি ছবিতে তাকে প্রথমবারের মতো অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।  সিনেমার নাম 'ভাইয়ারে'।

এ প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, “প্রথমবারের মতো অভিনয় করেছি। এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে মিলে গিয়েছে। ইচ্ছা আছে, ভালো কোনো চরিত্র পেলে অভিনয় করবো।”

ভবিষ্যতে সিনেমা প্রযোজনা করতে আগ্রহ প্রকাশ করে হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, “ আমি সিনেমা বানাতে চাই। আমার খুব শখ বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাবো। আমাদের নেত্রী যেসব উন্নয়ন করেছে সেগুলো নিয়ে সিনেমা বানাতে চাই। পরবর্তীতে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সিনেমা বানালে আমি ইনভেস্ট করবো। ইন্ডিয়ার সাথে আলোচনা করছি, দেখি যৌথ প্রযোজনায় কোনো সিনেমা বানানো যায় কিনা।”

প্রসঙ্গত, রকিবুল আলম রাকিবের পরিচালনায় 'ভাইয়ারে' সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, এ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বড়দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে। মো. ফখরুল হোসেনের প্রযোজনায় সিনেমার কাহিনী,সংলাপ,গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) গ্রেপ্তার করে র‌্যাব।  অভিযানকালে ওই বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইল ফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, ২টি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি- ৪৫৬টি চিপস জব্দ করা হয়। ওই রাতেই মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়েও অভিযান চালানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা ও অবৈধ মালামাল জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের পোস্টার ভাইরাল হলে আলোচনায় উঠে আসেন হেলেনা জাহাঙ্গীর। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। এর পরেই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর।

Link copied!