“পাগলা হাওয়ার তরে” গানের সাথে একবছরে সুর মিলানো হয়নি নগর বাউল ভক্তদের। এক বছরের বিরতির পর আবারো কনসার্টে ফিরছেন জেমস। মহামমারির জন্য গত এক বছরে জেমসের কন্ঠে কন্ঠ মিলানোর সুযোগ হয়নি ভক্তদের। ২০২০সালের, ১মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়েছিলেন নগর বাউল জেমস। এরপর ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত আর গানে দেখা যায়নি এই আন্তর্জাতিক রকস্টারকে।
অবশেষে এক বছর পর মঞ্চ মাতাবেন জেমস। আগামী ১২ মার্চ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি। এটির আয়োজক ‘ক্লাসরুম এসএসসি ২০০১’। কিন্তু তার আগে ৫মার্চ একটি কর্পোরেট শো তে গাইবেন জেমস।
এই বিষয়গুলো নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন ও ওপেন এয়ার। মিরপুর ১৪ নম্বর পিএসসিতে হবে এ কনসার্ট।জানা গেছে, জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন ডি জে রাহাতসহ আরো কয়েকজন।
অনুষ্ঠানটি আয়োজন করছেন ফাহিমুজ্জামান ফাহিম, মাসুদ রানা, সিরাজুল আজাদ, নিশাত, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মাশরাতসহ অনেকেই। তারা জানান, “আমাদের সবার প্রিয় নগর বাউল জেমস। আমরা যার গান শুনে উন্মাতাল হয়ে যেতাম। সেই গুরু আসছেন মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে”। এর সাথে আয়োজকরা আরো জানান, শুধু এসএসসি ২০০১-এর ব্যাচের শিক্ষার্থীরা দর্শনীর বিনিময়ে এতে যোগ দিতে পারবেন।
সম্প্রতি করোনা টিকা নিয়েছেন জেমস। গত ১০ ফেব্রুয়ারি পুরোপুরি নিজ উদ্যোগে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে এটি গ্রহণ করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়। এছাড়াও গেলো বছরের তার নতুন লুকের ছবি সকলের নিকট এক আলোড়ন তৈরি করেছিলো।