পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসা হলো না ৯২ বছর বয়সী রুপার্ট মারডকের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০২:৫৪ পিএম

পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসা হলো না ৯২ বছর বয়সী রুপার্ট মারডকের

বাগদানের দুই সপ্তাহ যেতে না যেতেই বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক। ৯২ বছর বয়সী এই ধনকুবেরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিয়ের পরিকল্পনা বাতিল হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও রুপার্ট মারডকের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, পাত্রী অ্যান লেসলি স্মিথ রক্ষণশীল ইভাঞ্জেলিক্যাল মত বিশ্বাস করেন। অন্যদিকে, রুপার্ট মারডক ক্যাথলিক খ্রিস্টান। রুপার্ট ও স্মিথের ধর্মীয় মত পার্থক্য বাগদান ভেঙ্গে যাওয়ার কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন।

সম্প্রতি পঞ্চমবারের মতো বিয়ে করতে চলেছেন বলে নিজেই ঘোষণা দেন রুপার্ট।সাবেক ও চতুর্থ স্ত্রী মার্কিন মডেল জেরি হলের সাথে বিচ্ছেদের পর পাত্রী অ্যান লেসলি স্মিথের গলায় মালা পরানোর কথা ছিল মারডকের। বিয়ে নিয়ে অনেক পরিকল্পনার কথাও জানিয়েছিলেন মিডিয়া মোগল। বাগদান সেরে ফেলা হয়েছে জানিয়ে এই ধনকুবের আরও বলেছিলেন-আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।

৬৬ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা স্মিথের সাথে মাত্র ছয় মাস আগে মারডকের প্রথম দেখা হয়। সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’

এদিকে, রুপার্টের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিথ ছিলেন একজন গায়ক ও ব্যবসায়ী।

দুই সপ্তাহ আগে বিয়ে নিয়ে অ্যান লেসলি নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, আমাদের দুইজনেরই জন্য এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার। আমরা গত সেপ্টেম্বরে একে অপরকে দেখি।”

অ্যান লেসলি আরও জানান তিনি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো তার স্বামীও ব্যবসায়ী ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমস, যুক্তরাজ্যের দি টাইমস ও দ্য সান সংবাদপত্রসহ বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট মারডক। বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স-এর দুই নির্বাহী চেয়ারম্যানও মারডক এবং তার ছেলে ল্যাকলান।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৭১তম ধনী রুপার্ট মারডকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী এই মিডিয়া টাইকুনের সম্পদের পরিমাণ ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৭০ কোটি মার্কিন ডলার।

রুপার্ট মারডক এর আগে মোট চারটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম প্যাট্রিসিয়া বুকার। অস্ট্রেলিয়ান এই বিমানবালার সাথে মারডকের দাম্পত্য জীবন টিকেছিল ১১ বছর। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

১৯৬৭ সালে সাংবাদিক আন্না মানকে দ্বিতীয় স্ত্রীর ময়াদা দিয়ে ঘরে তোলেন মারডক। তবে ৩২ বছর পার করে ১৯৯৯ সালে আলাদা হয়ে যান তারা। ওইসময় ডিভোর্স বাবাদ আন্নাকে দিতে হয়েছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ১৭০ কোটি মার্কিন ডলার।

দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স  হওয়ার বছরই চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকের সাথে বিয়ের পিঁড়িতে বসেন মারডক। ৩৭ বছরের ছোট এই  তৃতীয় স্ত্রীর সাথে সংসার টিকেছিল ১৪ বছর। ২০১৩ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

তিন বছর একাকীত্ব জীবন ছেড়ে চতুর্থ বারের মতো বিয়ের মালা পরেন মারডক। ২০১৬ সালে চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আনেন অভিনেত্রী-মডেল জেরি হলকে। এই বিয়েও সুখের  হয়নি। ২০২২ সালে ডিভোর্সের পথে হাঁটেন এই দম্পতি।

মেয়ে এলিজাবেথ, ছেলে জেমস ও ল্যাকলানসহ  রুপার্ট মারডকের মোট ছয়টি সন্তান রয়েছে। মেয়ে এলিজাবেথ টেলিভিশনের শীর্ষ নির্বাহী পদের দায়িত্ব পালন করছেন। রুপার্ট মারডক তার মিডিয়া সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা ছেলে ল্যাকনানের কাছে হস্তান্তর করতে চলেছেন বলে জানা গেছে।

Link copied!