শিল্পী কবীর সুমন হাসপাতালে

বিনোদন ডেস্ক

জুন ২৮, ২০২১, ১০:১৭ পিএম

শিল্পী কবীর সুমন হাসপাতালে

তীব্র শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার কবীর সুমন। সোমবার (২৮ জুন) ভোরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নং কেবিনে রয়েছেন ৭৮ বছরের শিল্পী।

হাসপাতাল সূত্রে জানা যায়, আপাতত অক্সিজেন সার্পোটে রাখা হয়েছে কবীর সুমনকে। ভর্তির সময় শিল্পীর রক্তে সাংঘাতিক ভাবে কমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ মিললেও আরটি-পিসিআর টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে।

একাধিক শারীরিক সমস্যা থাকায় এইচআরসিটিসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে তার। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলায় ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা বোধ করছিলেন। রবিবার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যা রয়েছে কবীর সুমনের।

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের রিপোর্টগুলি হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। কবীর সুমনের চিকিৎসায় গড়া হয়েছে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড।

সূত্র: এইসময়।

Link copied!