স্বপ্নের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত প্রীতম ও জেফার

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৫:০৬ এএম

স্বপ্নের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত প্রীতম ও জেফার

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের দুই তরুণ শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান।

স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা) কৌতুক অভিনেতা ট্রেভর নোয়াহের সঞ্চালনায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্রিপটো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর।

বিশ্বের সব সংগীতশিল্পীর কাছেই কাক্সিক্ষত ও সবচেয়ে মর্যাদাসম্পন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওই আসরে এবার উপস্থিত হয়েছেন প্রীতম ও জেফার।

অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রীতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে  নিজের অনুভূতি ব্যক্ত করে প্রীতম জানান,  শৈশব থেকেই  মুগ্ধতা নিয়ে গ্র্যামির আয়োজন দেখতেন টিভিতে, ইউটিউবে। আর মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও যাবেন সেখানে।

প্রীতমের সেই স্বপ্নটাই এবার পূরণ হয়ে হলো। তাই উচ্ছ্বাসের কমতি নেই তার। আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে গায়ক ও সংগীত পরিচালক প্রীতম বলেন, “কখনো কল্পনা করিনি গ্র্যামি নিজ চোখে দেখব। নকশি কাঁথা টক্সেডো পরে আমার বেস্ট ফ্রেন্ড জেফারের সঙ্গে আয়োজনটি দেখলাম।”

তিনি জানান, গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তারকা সঙ্গীত শিল্পী হ্যারি স্টাইলস, বিয়ন্সে, টেইলর সুইফট, কেন্ড্রিক লামার, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেল তারা সবাই আমাদের থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিলেন!

এ বিষয়ে প্রীতম নিজের ফেসবুকে লেখেন, ‘আরমীন মুসা মনোনয়ন পেয়েছিল, যদিও সে জিততে পারেনি; তবে আমি খুব খুশি যে আমাদের মধ্যে একজন মনোনয়নের তালিকায় প্রবেশ করতে পেরেছে। আশা করি একদিন আমাদের বাংলাদেশি কোনও শিল্পীও গ্র্যামির রেড কার্পেটে হাঁটবে।’

এদিকে গ্র্যামিতে অংশগ্রহণের আনন্দময় কিছু মুহূর্ত শেয়ার করে জেফার রহমান বলেন, “প্রীতমের সঙ্গে গ্র্যামিতে কী অবিশ্বাস্য এক অভিজ্ঞতা! এ বছর গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিল ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল।”

সংগীত সংস্থাটির ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম মনোনয়ন পায়। এই অ্যালবামের ‘জাগো পিয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন বাংলাদেশের নাশিদ কামাল ও আরমীন মুসা। তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের সুবাদেই প্রথম কোনো বাংলাদেশী গ্র্যামির মনোনয়নের অংশীদার হয়েছে।

প্রসঙ্গত, প্রীতম-জেফারের আগে ২০১৯ সালে বাংলাদেশী শিল্পী হিসেবে গ্র্যামির সম্মানজনক আসরে অংশ নিয়েছিলেন তাহসান খান ও হাবিব ওয়াহিদ।

Link copied!