চট্টগ্রামে শুক্রবার শেষ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। সেই খেলা শেষে শনিবার (১ এপ্রিল) সাভারে বিকেএসপির মাঠে মোহামেডানের হয়ে খেলতে নামলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই খেলা শেষ না হতেই ঢাকায় ইফতার করতে চড়ে বসলেন হেলিকপ্টারে!
জানা গেছে, আজ (১ এপ্রিল) তেজগাঁওয়ে বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ামাহার আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা সাকিবের। বিকেএসপি থেকে সড়কপথে রওনা দিয়ে যানজট ঠেলে সাকিবের জন্য সময়মতো অনুষ্ঠানে পৌঁছানো কঠিনই হতো। সে কারণে খেলা শেষ না করেই মাঠ থেকেই হেলিকপ্টারে উড়লেন তিনি।
ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সাকিব। বিকেল সাড়ে ৪টায় ঢাকায় তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সাকিবের। অন্যদিকে প্রিমিয়ার লিগে প্রথম এবং একমাত্র ম্যাচটি খেলতে সাভারে ছিলেন সাকিব। সময়মতো অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিবের এই ব্যবস্থা।
সাকিবের এক দল আইপিএলের কলকাতা নাইটরাইডার্স মোহালিতে পাঞ্জাব কিংসের সাথে লড়ছে, অন্যদল ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে লড়ছে। আর তিনি লড়ছেন সময়ের সাথে তাল মিলিয়ে সবদিকেই সামলে নিতে!
অন্যদিকে সাকিবকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল দিয়েছে বিসিবি। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন সাকিব। গতকাল শুরু হওয়া আইপিএলে আজ মাঠে নেমেছে কলকাতা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই কলকাতার উদ্দেশে রওনা করবেন সাকিব।
বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সাকিবের নেতৃত্বে মাঠে নামে মোহামেডান। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দলটি। শেখ জামালকে ২২ রানে হারিয়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান। মাত্র ৫ রান করে আউট হয়ে যান সাকিব। অন্যদিকে ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শেখ জামালের বিপক্ষে বল হাতেও জ্বলে উঠতে পারেননি। ১০ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
তবে সাকিবকে পুরো খেলায় না পেলেও জয় পেয়েছে তাঁর দল। নিজেদের ষষ্ঠ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারায় মোহামেডান। আগে ব্যাট করে ইমরুলের ফিফটি ও জ্যাক লিনটট ও আরিফুল ঝড়ে ৭ উইকেটে ২৯০ রান তোলে মোহামেডান। দলটির অধিনায়ক ইমরুল কায়েস ৮৬ রান করেন। ১০১ বলের ইনিংসে মারেন ১০টি চার ও ২টি ছক্কা। মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ বলে ৪৮, আরিফুর হক ৩১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। দুটি করে চার-ছক্কায় ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জ্যাক লিনটট।
জবাবে ইনিংনের ৪ বল আগে ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৫৮ , পারভেজ রসুল ৬৩ রান করেন। লিনট ও আবু জায়েদ রাহি নেন তিনটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপুর শিকার একটি করে।