তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করলো ভারত। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ৯৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া।
আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। এ ম্যাচেও ব্যর্থ ভারতের টপ-অর্ডার। অধিনায়ক রোহিত শর্মা ১৩, করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা শিখর ধাওয়ান ১০ ও সাবেক দলনেতা বিরাট কোহলি খালি হাতে ফিরেন।
তিন সেরা ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাওয়া ভারতকে খেলায় ফেরান করোনা থেকে সুস্থ হয়ে সিরিজে প্রথম খেলতে নামা আরেক খেলোয়াড় শ্রেয়াস আইয়ার। সাথে তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক ঋসভ পান্থ। চতুর্থ উইকেটে ১২৪ বলে ১১০ রান যোগ করেন তারা। জুটিতে আইয়ার ও পান্থ হাফ-সেঞ্চুরি করেন।
আইয়ার ওয়ানডে ক্যারিয়ারের নবম ও পান্থ পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। পান্থ ৫৬ রানে থামলেও, সেঞ্চুরির পথেই ছিলেন আইয়ার। শেষ পর্যন্ত ৮০ রানে থামতে হয় তাকে। ১১১ বল খেলে ৯টি চার মারেন আইয়ার। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৫৬ রান করেন পান্থ।
পরের দিকে সূর্যকুমার যাদব ৬, ওয়াশিংটন সুন্দর ৩৩ ও দীপক চাহার ৩৮ রানের ছোট-ছোট ইনিংস খেলেন। ভারতকে ২৬৫ রান গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার। ভারতের শেষ চার উইকেটই হোল্ডারের পকেটে। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন হোল্ডার।
জয়ের জন্য ২৬৬ রানের টার্গেটে শুরুতে ভারতের পেসারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। ৩৭ দশমিক ১ ওভারে ১৬৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ ৫৬ বলে ২৯ রান করেন। ভারতের সিরাজ-কৃষ্ণ ৩টি করে ও চাহার-কুলদীপ ২টি করে উইকেট নেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।