এশিয়ান গেমস স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৪:৪৪ পিএম

এশিয়ান গেমস স্থগিত

চীনে ফের বাড়তে শুরু করেছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। যার কারণে স্থগিত হয়ে গেল চীনের হুয়াংঝু শহরে হতে যাওয়া এশিয়ান গেমসের ১৯তম আসর।

আগামী সেপ্টেম্বরে হুয়াংঝু শহরেই হওযার কথা ছিল এশিয়ান গেমস হওয়ার এবারের আসর। কিন্তু দেশটিতে ফের করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন হতে শুরু করেছে বিভিন্ন শহর। এই পরিস্থিতি যথাসময়ে হচ্ছে না এশিয়ান গেমস।

এক প্রতিবেদনে শুক্রবার বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করে। তবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগীতাটি কবে মাঠে গড়াবে তার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

একই রকম খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাংঝুতে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বরব্যাপী এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক ১৯তম এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেন।

Link copied!