নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ০৬:১১ পিএম

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

নেইমারের একমাত্র গোলে ভর করে জাপানকে হারাল ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি এই ম্যাচটি জাপানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ১-০ গোলের জয় এটা।

আগের প্রীতি ম্যাচেও ব্রাজিল জয় পেয়েছিল। নেইমার আজ ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন। পেনাল্টি থেকে আসে গোলটি। 

Link copied!