কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো তারা। প্রথম ম্যাচটিতে ভারত জিতেছিল। করোনা মহামারীর কবলে পরেছিল এই সিরিজ। ফলে পরশু এ ম্যাচ হওয়ার কথা থাকলেও কাল হয়েছে। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলংকা। ভারতের ব্যাটিং আজ মন মত হয়নি। এক অধিনায়ক শিখর ধাওয়ান ৪০ রান করেছেন (৪২ বলে)। এছাড়া পাড়িকাল ২৩ বলে করেছেন ২৯। এছাড়া ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের ২১ রানে শুরুটা ভাল ছিল। স্পিনবান্ধব উইকেট। ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রান তুলতে সক্ষম হয়। আকিলা ধনঞ্জয় ২৯ রানে ২টি উইকেট নিতে সক্ষম হন।
জবাবে শ্রীলংকা ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে (১৩৩/৬)। ধনঞ্জয় ডি সিলভা ৩৪ বলে ৪০ রান করে দলকে জয় এনে দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া মিনোদ ভানুকা ৩৬ রান করেছেন। কুলদীপ যাদব ৩০ রানে ২টি উইকেট শিকার করেছেন।