টেস্ট ক্রিকেটের অনেক ম্যাচেই ‘কোকাবুরা’ বল ব্যবহার করা হয়। তবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেটে ব্যবহার করা হয় ‘ডিউক’ বল। আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ডিউক বল ব্যবহার করা হবে। এজন্য ডিউক বল নিয়ে বাংলাদেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে টোটকা দিলেন টাইগারদের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলার কোন অভিজ্ঞতাই নেই মোস্তাফিজের। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ডিউক বলের আচার-আচরণ কেমন হবে, তা নিয়ে কোন কিছুই জানেন না ফিজ। তাই ডিউক বল নিয়ে ডোনাল্ডের ক্লাসে ঘাম ঝড়িয়েছেন মোস্তাফিজ।
একে-তো দলের পেস বোলিং কোচ, এরমধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৫ টেস্টে ২০ উইকেট নেয়ার নজির আছে ডোনাল্ডের।
১৬ জুন অ্যান্টিগাতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে।