ডিসেম্বর-জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ ও ওয়ানডে বিশ্বকাপ। দুইটি মেগা টুর্নামেন্টের জন্য ২১ সদসদ্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞাপ্তিতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষেই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে যাবে টাইগার যুবারা। মূল দলে ১৫ জনের সঙ্গে ট্রাভেল রিজার্ভ হিসেবে থাকবেন আহোসুন হাবিব লিওন, জিদান আলম।
এশিয়াকাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন গত আসরের বিশ্বকাপজয়ী দলের স্পিনার রাকিবুল হাসান। দলে আছেন গত আসরের দলে থাকা তানজিম হাসান সাকিব ও প্রান্তিক নওরোজ নাবিলও।
বাংলাদেশ এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াড:
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহযিবুল ইসলাম, আরিফুল ইসলাম মো: ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মো: আশিকুজ্জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
ট্রাভেল রিজার্ভ:
আহোসুন হাবিব লিওন, জিদান আলম
স্ট্যান্ড বাই :
মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।