রশিদ ম্যাজিকে গুজরাটের জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০২:৩১ এএম

রশিদ ম্যাজিকে গুজরাটের জয়

যে রশিদ খান এক সময় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচ জেতাতেন, যে ঋদ্ধিমান সাহার ব্যাট ঝলসে উঠত কমলা জার্সিতে, তাঁরাই বুধবার গুজরাট টাইটান্সের হয়ে পাঁচ উইকেটে হারিয়ে দিয়ে গেলেন হায়দরাবাদকে। হায়দরাবাদ আগে ব্যাট করে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে শেষ বলে জয় নিশ্চিত করে রশিদ খানের গুজরাট। 

প্রথমে বল করে রশিদ খান দিলেন ৪৫ রান! চার ওভার বল করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটি উইকেটও নিতে পারেননি আফগানিস্তানের স্পিনার। তাঁর পুরনো দলের বিরুদ্ধে বল হাতে একে বারেই ব্যর্থ রশিদ। ব্যাট হাতে সেটাই পুষিয়ে দিলেন তিনি। হায়দরাবাদের অভিষেক শর্মা এবং এডেন মার্করাম যদিও কাউকেই রেয়াদ করেননি। গুজরাটের লকি ফার্গুসন চার ওভারে দিয়েছেন ৫২ রান। তিনিও কোনও উইকেট পাননি।

একাই পাঁচটি উইকেট নিয়েছেন হায়দরাবাদের গতিরাজ উমরান। তাঁর দলের আর কোনও বোলার উইকেট নিতেই পারেননি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন উমরান।

কিন্তু তাঁর দল জিততে পারল না। ঋদ্ধিমান ৬৮ রান করে যখন ফিরছেন, গুজরাটের তখনও জয়ের জন্য ৭৪ রান প্রয়োজন। শেষ ওভার পর্যন্ত লড়াই চলল দুই দলের। শেষ ওভারে এক দিকে বল হাতে তরুণ জানসেন, অন্য দিকে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান। ওভারের প্রথম বলে ছয় মেরে হায়দরাবাদের চাপ বাড়িয়ে দিয়েছিলেন রাহুল। এর পর এক রান নিয়ে রশিদের কাঁধে দায়িত্ব তুলে দেন তিনি। বল হাতে প্রচুর রান দিয়ে ফেলা রশিদ বাকি কাজটা করলেন ব্যাট হাতে। তিনটি ছয় মেরে দলকে জেতালেন রশিদ।

Link copied!