ইউরোপা লিগের বিজয়ী ভিয়ারিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসি। কোচ থমাস টাচেলের অধীনে একেবারেই বদলে যাওয়া ব্লুজরা নতুন মৌসুমকে সামনে রেখে শুধুমাত্র চ্যাম্পিয়ান লিগের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে চায়না। ইউরোপীয়ান আসরগুলোতে নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এবার ঘরোয়া প্রিমিয়ার লিগেও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যস্থির করেছেন টাচেল শিষ্যরা।
জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রীজের দায়িত্ব নেবার পরেই পুরো দলের চেহারা পাল্টে দিয়েছেন টাচেল। সে লক্ষ্যে নতুন মৌসুমে সম্ভাব্য সব শিরোপাই ঘরে আনতে চায় চেলসি। যার তোড়জোড় এখন থেকেই শুরু হয়ে গেছে। ট্রান্সফার মার্কেটেও যার প্রভাব পড়েছে। ইতোমধ্যেই ৯৭ মিলিয়ন পাউন্ডের ক্লাব রেকর্ড ফি‘তে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকে ইন্টার মিলান থেকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তের রয়েছে চেলসি।
মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রিমিয়ার লিগ বিজয়ী ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে শিরোপা জিতেছিল টাচেলের দল। এর মাত্র পাঁচ মাস আগে বরখাস্ত ফ্রাংক ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হয়েছিলেন টাচেল। তার অধীনে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। পোর্তোর ফাইনালে সিটিকে পরাজিত করার ছয় সপ্তাহ আগে লিগ শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার দল।
নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে কালকের ম্যাচকে সামনে রেখে টাচেল বলেছেন, ‘আমরা জয়ের জন্যই এখানে এসেছি। শেষ পর্যন্ত লড়াই করতে চাই এবং অবশ্যই সফল হতে চাই। এটা চেলসির স্বভাবে পরিনত হয়েছে। যদিও জানি পুরো মৌসুমের চ্যালেঞ্জ মোটেই সহজ নয়। প্রতিটি শিরোপা লড়াইয়ে আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবো। ধারাবাহিকতা ধরে রাখা জরুরী। বিশেষ করে গত মৌসুমের প্রচেষ্টা চালিয়ে নেয়াই এখন আমাদের মূল লক্ষ্য।‘