আইসিসি অনূর্ধ্ব বিশ্বকাপ থেকে বিদায়

তীরে এসে তরী ডুবল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৩:৫৯ পিএম

তীরে এসে তরী ডুবল বাংলাদেশ

আশা জাগিয়ে বিদায় নিল বাংলাদেশের যুবারা ছবি : আইসিসি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ৩৮.১ ওভারে ১৫৬ রান করতে হবে। বাংলাদেশ এই টার্গেট তাড়া করতে নেমে বিপদে পড়ে। তবে ছোট ছোট ইনিংসে কাছে পৌঁছেও গিয়েছিল তারা। শেষ রক্ষা হয়নি। ১৫০ রানে অলআউট হয়েছে তারা। আর সেমিফাইনালের আগেই বিদায় হয়েছে রাব্বিদের।

বাংলাদেশ অলআউট হয় ৩৫.৫ ওভারে ১৫০ রানে সবকটি উইকেট হারায়। এর আগে পাকিস্তান ব্যাট করে ১৫৫ রানে অলআউট হয়। 

পাকিস্তান সেমিফাইনালে চলে গেছে। বাংলাদেশ এখন ঢাকার বিমান ধরবে। সুপার সিক্সের গ্রুপ-১ থেকে ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৮ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সুপার সিক্স থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Link copied!