বাবর আজম আবার পাকিস্তানের অধিনায়ক হয়েছেন। এই সম্ভাবনা কয়েকদিন উঁকি দিয়েছে। আর সেটাই হয়ে গেল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিজেদের অফিসিয়াল এক্স একাউন্টে পিসিবি জানিয়েছে, ‘পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর চেয়ারম্যান মহসিন নকভি পুরুষ জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) দুই ফরম্যাটে বাবর আজমকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে।’
ভারতের মাটিতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডের দায়িত্ব কাউকে দেয়নি পিসিবি।