এশিয়া কাপে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান

বৃষ্টি নিয়ে ভাবনায় বাবর আজম

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৮:১৯ পিএম

বৃষ্টি নিয়ে ভাবনায় বাবর আজম

আবার আরেকটি ভারত-পাকিস্তান লড়াই। এবার সুপার ফোরে। যেখানে দুটি দলই জয়ের জন্য মরিয়া। কে জিতবে এবার? ভারত না পাকিস্তান।

রবিবার  ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ  ম্যাচে নিজ দলকেই এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার মতে,  সম্প্রতি শ্রীলংকার কন্ডিশনে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে  ভারতের বিপক্ষে পাকিস্তানই এগিয়ে থাকবে। তবে বৃষ্টি হতে পারে। সে ব্যাপারে তিনি বলেন, এটা তার হাতে নেই। যতটুকু হাতে আছে সেটা নিয়ে লড়াই করবেন। 

সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখে পাকিস্তান। সাম্প্রতিকালে শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে হওয়া ম্যাচগুলোতে শতভাগ সাফল্য পেয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান। এজন্যই ভারতের বিপক্ষে আগামীকাল সুপার ফোরের ম্যাচে পাকিস্তানই এগিয়ে বলে জানান বাবর। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান এবং শ্রীলংকায় যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছি সেটি দেখে আপনি বলতে পারেন, আমরা তাদের (ভারতের থেকে) চেয়ে এগিয়ে আছি।’
ভারতের বিপক্ষে কেন এগিয়ে পাকিস্তান, সেই ব্যাখাও দিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমরা গত দুই মাস ধরে শ্রীলংকায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছি। সেটা বিবেচনায়  আমরাই এগিয়ে আছি।’

বাবর আবহাওয়া নিয়ে কথা বলেছেন। তিনি বলেন,‘ আমরা আবহাওয়া নিয়ে অসন্তুষ্ট নই। এটা আমাদের হাতে নেই। ৪ দিন বৃষ্টি হবে শুনলাম। এখন দেখলাম রোদ আছে। আমরা যতটুকু পাব সময় সেটা ব্যবহার করার চেষ্টা করবো। 

Link copied!