বাবর আজম রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেই ম্যাচ জেতালেন। মিরপুরে লো স্কোরিং ম্যাচে জয় পেয়েছে দলটি। হেরেছে মাশরাফির সিলেট। রংপুর ৪ উইকেটে জিতেছে।
বাবর ৫৬ ও আজমতউল্লাহ ৪৭ রানে অপরাজিত ছিলেন। ৩৯ রানে ৬ উইকেট হারায় রংপুর। ১২১ রান টার্গেট ছিল। আজমতউল্লাহ ম্যাচসেরা হন।
মিরপুরে আজ খেলা কঠিন ছিল। বাবর কাল সোমবার রাতে (২২ জানুয়ারি) ঢাকায় আসেন। নিউজিল্যান্ড থেকে ৩৬ ঘন্টা বিমান ভ্রমণ করে এসে রাতে ঘুমালেন। দুপুরে ম্যাচ খেলতে নেমে গেলেন। আর আজমতউল্লাকে সাথে নিয়ে ৬৮ বলে ৮৬ রানের জুটি উপহার দিয়ে ম্যাচ জেতালেন।
এটা সিলেটের টানা দ্বিতীয় হার। রংপুর প্রথম ম্যাচ হারের পর জয়ের দেখা পেল তাও সাকিব আল হাসানকে ছাড়া।
রংপুর টসে জিতে ফিল্ডিং নেয়। সিলেট ১২০ রানে থামে ৮ উইকেটে। হাওয়ায়েল ও কাটিং সমান ৩৭ রান করে করেন। মেহেদী ও রিপন ২টি করে উইকেট নেন। মাশরাফি এদিন বোলিং করেননি।
রংপুর ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে। প্রথম ৬ উইকেটের ৩ জন শূণ্য রানে সাজঘরে যায়। বাবর ইনিংসের খুঁটি ধরেছিলেন। আজমতউল্লাহ রানের ফ্লোতে ম্যাচ জিতিয়েছেন দুজন মিলে।