স্কটল্যান্ডের আরও একটি উইকেট শিকারের পর বাংলাদেশের নারী দল। ছবি : এক্স
সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল ১৬ রানে স্কটল্যান্ডকে হারাল।
টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। সোবানা মোস্তারি ৩৬, সাথী রানি ২৯ ও নিগার ১৮ রান করেন।
জবাবে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। রিতু মনি ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।