রোমাঞ্চকর সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। আবার দেখা হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। স্বর্ণ জয়ে চীন ও যুক্তরাষ্ট্র সমানে সমান। দুই দেশই সমান ৪০টি স্বর্ণ জয় করেছে। তবে পদক জয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।
সব মিলিয়ে ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। আর চীন সেখানে জিতেছে ৯১টি। এছাড়া জাপান ২০টি, অস্ট্রেলিয়া ১৮ ও ফ্রান্স ১৬টি স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখায়।
তবে জাপানের মোট পদক সংখ্যা ৪৫টি। আর অস্ট্রেলিয়ার সেখানে ৫৩টি।