ইতিহাস গড়ে ইয়াং টাইগারদের এশিয়া জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ১১:৫১ এএম

ইতিহাস গড়ে ইয়াং টাইগারদের এশিয়া জয়

সংগৃহীত ছবি

এশিয়া কাপ জয় যেন বাংলাদেশের অধরা স্বপ্ন। যে স্বপ্ন জয় করতে করতেও করা হয়ে উঠে না। বাংলাদেশ জাতীয় দল না পারলেও এই স্বপ্ন পূরণ করে দিলো বাংলাদেশ যুব ক্রিকেট দল। 

কী দুর্বার, কী দুরন্ত, কী অপ্রতিরোধ্য! যত বিশেষণে বিশেষায়িতই করা হোক না কেন তবুও যেন মনে হচ্ছে প্রশংসায় যেন কিছুটা ঘাটতি রয়ে গেছে। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ।

ছবি: বিসিবি

এর আগে রবিবার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। শিবলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে টাইগাররা। পরের ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের জয়ের মূল নায়ক ছিলেন দারুণ ছন্দে থাকা ওপেনার আশিকুর রহমান শিবলি। করেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

ফাইনালের মঞ্চে যুব ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি করেন শিবলী। ছবি: সংগৃহীত

তার সঙ্গে জ্বলে ওঠে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামের ব্যাটও। দুইজনই পেয়েছেন ফিফটি। তাতে আমিরাতকে বড় লক্ষ্যই ছুঁড়ে দেয় বাংলাদেশ। এরপর বল হাতে তিন পেসার মারুফ মৃধা, রহনত দৌল্লা বর্ষণ ও ইকবাল হোসেন ইমনের তোপে একশ রানও করতে পারেনি স্বাগতিকরা।

শিবলির ১৪৯ বল খেলে ১২৯ রান, মোহাম্মদ রিজওয়ানের ৭১ বলে ৬০ ও আরিফুল ইসলামের ৪০ বলে ৫০ রান ইয়াং টাইগারদের বড় স্কোর গড়ে তোলে। অন্যদিকে শুরু থেকেই আরব আমিরাতের ব্যাটারদের চাপে ফেলেন বোলাররা। মাত্র ৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ছবি:এসিসি

আমিরাতের ইনিংসে কেবল দুইজন ছুঁতে পেরেছেন দুই অংক। সেখানে সর্বোচ্চ ২৫ রান এসেছে অপরাজিত থাকা ধ্রুভ পরাশার।

Link copied!