ফেডারেশন কাপ

কিংসের জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৪, ০৮:৫৩ পিএম

কিংসের জয়

ফেডারেশন কাপের ‘এ’  গ্রুপ থেকে কোয়ালিফায়ারের পথ সহজ করেছে কিংস ও ফর্টিজ এফসি। মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এক ম্যাচে কিংস ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে।  

জয়ী দলের হয়ে তপু বর্মন, মিগুয়েল দামাসেনো ও জোনাথন ডি সিলভা একটি করে গোল করেন। 

পুলিশের হয়ে আল আমিন একই দুই গোল শোধ দেন।   

কুমিল্লার ভাষাশহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এই গ্রুপের অন্য ম্যাচে ফর্টিজ এফসি অনায়াসে ৩-০ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।
 

Link copied!