নভেম্বর ১৮, ২০২৫, ১১:৩০ পিএম
জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক এক রাত উপহার দিল লাল–সবুজরা। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শেষবার জয়ের পর দীর্ঘ ২২ বছর কোনো সাফল্য ছিল না বাংলাদেশের। অবশেষে এশিয়ান কাপ বাছাইয়ে সেই একই মাঠে ইতিহাস নতুন করে লিখলেন হামজা–রাকিবরা। শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে ১–০ ব্যবধানে হারিয়ে জয়ের খরা কাটালো বাংলাদেশ।
বাছাইপর্বে আগেই দুই দল ছিটকে গেলেও দক্ষিণ এশিয়ার ডার্বি বলে পরিচিত ম্যাচটি ছিল মর্যাদার লড়াই। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল তুলে নেয় বাংলাদেশ। রাকিব হোসেনের দারুণ সমন্বয়ে ১২ মিনিটে মোরসালিনের নিখুঁত ফিনিশ স্টেডিয়ামকে মাতিয়ে তোলে। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার সপ্তম গোল।
ম্যাচের শুরুতে ভারত বল দখলে আধিপত্য দেখালেও বাংলাদেশই সুযোগ কাজে লাগায়। রক্ষণভাগে হামজা, তপু ও মিতুলের দৃঢ়তায় ভারতের একাধিক আক্রমণ প্রতিহত হয়। প্রথমার্ধে হামজার গোললাইন সেভ ম্যাচটি ঘুরিয়ে দেয়। বিরতির পর ভারত চাপ বাড়ালেও বাংলাদেশের সংগঠিত রক্ষণে কোনোভাবেই জাল ভেদ করতে পারেনি।
শেষ দিকে বাংলাদেশের আরও কয়েকটি সুযোগ আসে, তবে ব্যবধান বাড়েনি। শেষ পর্যন্ত মোরসালিনের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ১৬ বছর পর ঢাকায় এসে ভারতের কপালে জুটলো হতাশা, আর বাংলাদেশ পেল বহু প্রতীক্ষিত এক মর্যাদার জয়।