অলিম্পিক পুরুষ ফুটবলে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণ জিতেছে স্পেন। শুক্রবার ফাইনাল ম্যাচটি বেশ জমেছিল। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতা ছিল।
নাটকীয় ম্যাচ বলতেই হবে। ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সের মিলোট গোল করেন। স্পেন জেগে ওঠে এরপর। ১৮ থেকে ২৮ মিনিটের ঝড়ে তারা তিন গোল করে। দুটি গোল ছিল ফারমিন লোপেজের।
ফ্রান্স ঘুরে দাঁড়ায় পরের অর্ধে। ৭৯ মিনিটে অ্যাকলিওউচ ও মাতেতা গোল করেন যোগ করা সময়ে (৯০+৩)। স্পেনের জয়ের নায়ক সার্জিও কামেলো। তিনি জোড়া গোল করে স্পেনকে স্বর্ণ জেতান।