স্বাধীনতা কাপ

বসুন্ধরা ও মোহামেডান ফাইনালে

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৩, ০৭:০২ পিএম

বসুন্ধরা ও মোহামেডান ফাইনালে

স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। আবাহনী ও মোহামেডান ফাইনাল হলো না। মোহামেডান ওদিকে ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। 

১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বসুন্ধরা ফেবারিট এখানে। তবে মোহামেডান ছেড়ে কথা বলবে না অবশ্য। 

বসুন্ধরা কিংসের হয়ে সোহেল রানা, ডরিয়েলটন , মিগুয়েল ও রবসন। ওদিকে মোহামেডানের জয়ের নায়ক মুজাফরজন। ম্যাচের ৭২ মিনিটে গোলটি করেন। 

 

Link copied!