শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ৫ দিন আগে অনুশীলনের সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এর আগে টানা বাংলাদেশ ভারত মিলিয়ে টানা ১৯ দিন ছিলেন কোয়ারেন্টাইনে। ২৩ মে শ্রীলংকা ও বাংলাদেশের প্রথম ওয়ানডে হাতে সময়ও নেই। বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ মে।
তাইতো স্বীকার করছেন প্রস্তুতির ঘাটতি নিয়ে। ছেড়ে দিয়েছেন আল্লাহর উপর। বুধবার অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন কাটার মাস্টার। তিনি বলেন, 'আইপিএল ও আমাদের দেশের রুম কোয়ারেন্টাইন মিলে আমি লাস্ট ১৯ দিনে একদিন অনুশীলন ও একটা ম্যাচ খেলেছি। এখন জানিনা...আমি আর সাকিব ভাই দুজনেই প্রায় একই রকম ছিলাম। কালকেতো আমরা অনুশীলন করতে পারিনি, আরও দুইদিন পাবো। আল্লাহর উপর ছেড়ে দিলাম'-ঠিক এভাবেই বলেছেন কাটার মাস্টার।
সবগুলো খেলাই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যেই বোলিংয়ে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ফিজ। তিনি বলেন, 'একটানা ১৯ দিন যদি কিছু না করি, রুমের ভেতর টুকটাক যা করা যায় সেগুলো ছাড়া। এরপর এসে প্রথম দিনেই যদি অনেক কিছু ভাবি তাহলেতো হওয়ার কথা না। আমি চেষ্টা করতেছি আস্ত আস্তে যেন..আজকে প্রথম দিন সুযোগ পেলাম, হাতে ব্যথা হতে পারে।'