টোকিও অলিম্পিকের পর্দা নেমেছে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ০৫:১৬ এএম

টোকিও অলিম্পিকের পর্দা নেমেছে

 

টোকিও অলিম্পিকের পর্দা নামল। রোববার টোকিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখ। এবার অপেক্ষা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের। বিদায় টোকিও। দেখা হবে আবার প্যারিসে! 

জাপানের ৬৮হাজার আসনের দর্শক শুন্য অলিম্পিক স্টেডিয়ামে গেমসের সমাপ্তি ঘোষণার সময় করোনা মহামারি চলাকালে এই গেমস আয়োজনকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন। তিনি বলেন,‘ এই কঠিন পরিস্থিতিতে আমরা দুর্বিসহ সময় পার করছি। আপনারা বিশে^র সবচেয়ে মুল্যবান একটি বিষয় উপহার দিয়েছেন। সেটি হচ্ছে ‘আশা’। আজ আমি সবচেয়ে চ্যালেঞ্জিং আসর ৩২তম অলিম্পিয়াড টোকিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করছি।’

তবে আলাদা বৈশিষ্ট্যের এই গেমসটির সমাপনি অনুষ্ঠানে স্টেডিয়ামটি ছিল অনেকটাই ফাঁকা। সেখানে শুধুমাত্র কিছু সংখক অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী। 

অলিম্পিক ভিলেজে কঠিন জৈব সুরক্ষা বলয়ে অবস্থান করেছেন অ্যাথলেটরা। এ সময় সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি শুধুমাত্র খাওয়া, ঘুমানো, অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহনের সময় মাস্ক পরিধান থেকে নিস্ক্রিতি পেয়েছে অ্যাথলেটরা। বাকী সময় তাদেরকে মাস্ক পরেই থাকতে হয়েছে।    

এসময় ফ্রান্সের রাজধানীতে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর কাছে ২০২৪ অলিম্পিকের পতাকা হস্তান্তরের দৃশ্য সরাসরি প্রদর্শন করা হয়। 

রোববার সমাপনি দিনের সেরা ইভেন্ট ছিল পুরুষদের ম্যারাথন। সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কেনিয়ার এলিউড কিপচোজে। রিও অলিম্পিকের কাছাকাছি সময় নিয়ে টোকিওর স্বর্ণ নিজের করে নেন এই দৌঁড়বিদ। পদক তালিকায় চীনকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুক্তরাস্ট্র।

কারণ শেষ দিনে ভলিবল, ট্র্যাক সাইক্লিং ও বাস্কেটবল ইভেন্টের স্বর্ন পদক জয় করেছে যুক্তরাস্ট্র। ফলে ৩৯টি স্বর্ন পদক জয় করে মার্কিনীরা। এটি চীনের চেয়ে একটি স্বর্ন পদক বেশী। এদিকে নানান প্রতিকুলতার মধ্যে অলিম্পিক আয়োজন করতে হয়েছে জাপানকে। দেশটির জনগনও শুরুতে এই গেমস আয়োজনে সায় দেয়নি। তারপরও তারা রেকর্ড সংখ্যক ২৭টি স্বর্ন পদক জয় করে তাক লাগিয়ে দিয়েছে। জায়গা করে নিয়েছে পদক তালিকার তৃতীয় স্থানে। ২২টি পদক নিয়ে তালিকার চতুর্থ স্থান লাভ করে যুক্তরাজ্য। ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার পদক সংখ্যা ২০টি। তারা জায়গা পেয়েছে তালিকার পঞ্চম স্থানে।  

Link copied!