ডারবানের কিংসমিডে আজ প্রথম টেস্ট শুরু হয়েছে। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। তামিম ইকবাল খেলতে পারছেন না এই টেস্ট। পাকস্থলীর সমস্যার জন্য এই টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি।
২ টেস্টের সিরিজ। এর আগে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। দক্ষিণ আফ্রিকা কোনো দিন টেস্ট জেতেনি বাংলাদেশ। অনেক দিন পর আবার খেলতে নামছে তারা।
বাংলাদেশের পেসার রা দক্ষিণ আফ্রিকার চেয়ে ভাল। কারণ প্রোটিয়াদের অনেকে আইপিএল খেলতে ভারতে গেছে। দারুণ একটি সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশ দলে অবশ্য তামিম ও তাইজুল নাই। শরীফুলও খেলতে পারছেন না চোটের জন্য।
বাংলাদেশ দল : মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, খালিদ আহমেদ, এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা দল : ডিন এলগার, সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলেটন, কাইল ভেরেন্নে, উইন মালডার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডিয়েনে অলিভিয়ার।