দর্শকবিহীন অলিম্পিক, টোকিওতে জরুরি অবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২১, ০৪:৪৬ এএম

দর্শকবিহীন অলিম্পিক, টোকিওতে জরুরি অবস্থা

উদ্যোক্তারা আশা করেছিলেন, করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই সাফল্যের সঙ্গে শেষ করা যাবে টোকিওর অলিম্পিক গেমস। কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ থাবা বসিয়েছে জাপানে। কোনও ঝুঁকি না নিতেই টোকিও’তে দীর্ঘমেয়াদি জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে জাপান সরকার। বর্তমানে সেখানে জরুরি অবস্থা চলছে। যা শেষ হবে রবিবার।

অলিম্পিকসে দর্শক প্রবেশের উপর বিধিনিষেধও আরোপ রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিডে সুগা জানান, ‘এই জরুরি অবস্থা সোমবার থেকে আবার শুরু হবে। চলবে ২২ আগস্ট পর্যন্ত।’ ক্রীড়াবিদদের সুরক্ষার স্বার্থেই দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, ২৩ জুলাই শুরু হচ্ছে বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা। শেষ হবে ৮ আগস্ট। 

বৃহস্পতিবারই টোকিও পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট টমাস বাখ। সেলফ আইসোলেশনে স্থানীয় এক পাঁচতারা হোটেলে থাকবেন তিনি। সুগা আরও বলেছেন, ‘করোনার নতুন ডেল্টা স্ট্রেন মারাত্মকভাবে ছড়াচ্ছে। এই বিপজ্জনক ভাইরাসকে আটকাতে জরুরি অবস্থা জারি করা ছাড়া কোনও উপায় নেই। টোকিও’র বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, বাড়িতে বসে টেলিভিশনে গেমস উপভোগ করার জন্য।’

Link copied!