পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ১২:৪২ পিএম

পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা

প্রথম সাক্ষাতের ফল ১-০। আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো পর্বের ফিরতি সাক্ষাতে কি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাবে লিওনেল মেসি, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের চেনা স্বপ্নের ফুটবল? আর দেখা না গেলে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কি ঘুরে দাঁড়াবে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতে। কোয়ার্টার ফাইনালে কে যাবে সেটাও জানা হয়ে যাবে। 

লা লিগায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বৈরথের বিরুদ্ধে কিন্তু একরাশ অস্বস্তি ভিড় করেছে প্যারিস সেইন্ট জার্মেই শিবিরে। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে সোমবার অনুশীলনে চোট পেয়েছেন বাঁ পায়ে। মাদ্রিদগামী বিমানে ফরাসি তারকা থাকলেও তিনি মাঠে শেষ পর্যন্ত নামতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে এমবাপে থাকলেও দলের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদ্রিদ রওনা হওয়ার আগে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পিএসজি ম্যানেজার মৌরিসিয়ো পোচেত্তিনো বলেছেন, ‘কিলিয়ানের মতো ফুটবলারকে কোন কোচই বা মাঠের বাইরে রাকতে চাইবেন! তবে ওকে বুধবার খেলাব কি না, সেটা জোর দিয়ে এখনই বলা সম্ভব হচ্ছে না। মাদ্রিদে পৌঁছনোর পরে আরো এক দফা ওর চোটের অবস্থা খুঁটিয়ে দেখবেন দলের চিকিৎসকেরা। তার পরেই সিদ্ধান্ত নিতে পারব।’

Link copied!