বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হয়েছে। সর্বশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১-১ গোলে আবাহনীর সঙ্গে ড্র করে। তারপরও রেকর্ড পয়েন্ট ছিল তাদের।২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র এবং এক হার। ৬৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের জালে ৬০ গোল দিয়ে হজম করেছে ১০টি। তারপরও লিগে নিজেদের সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়টাকে দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন কোচ অস্কার ব্রুজন।
আসরে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনিয়ো। তবে দেশি ফুটবলারদের মধ্যে কেউ সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা দশে নেই। যেখানে ১০ গোল করে দেশিদের মধ্যে শীর্ষে আবাহনীর জুয়েল রানা। আসরের সেরা দেশীয় খেলোয়াড়ের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কিংস গোলকিপার আনিসুর রহমান জিকো। আর সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আরামবাগের নিহাত জামান উচ্ছ্বাস।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডির হাতে ট্রফি তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেয়ার প্লে ট্রফি জিতেছে আবাহনী।