ফাইনালে মুখোমুখি রংপুর-মেহেরপুর

ক্রীড়া ডেস্ক

জুন ১৩, ২০২২, ১০:২০ এএম

ফাইনালে মুখোমুখি রংপুর-মেহেরপুর

 

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে আজ  মুখোমুখি হচ্ছে রংপুর শিশু নিকেতন স্কুল ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে শ্রেষ্ঠত্বের লড়াই সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

ফাইনালে জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই। মাঠের লড়াই শুরুর আগে রংপুর শিশু নিকেতন অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিহান নিজেদের মত করে জয়ের সমীকরণ মেলাচ্ছেন। ‘প্রতিযোগিতা শুরুর পর থেকেই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। কোচের নির্দেশনা ছিল প্রতি ম্যাচেই সিরিয়াস ক্রিকেট খেলার। আমরা সে চেষ্টাই করেছি। আশাকরছি, ফাইনাল জিতে ট্রফি নিয়েই ফিরতে পারব’- বলছিলেন রংপুর শিশু নিকেতন স্কুলের অধিনায়ক শিহাব। স্টাইলিশ এ লেগ স্পিনার সেমিফাইনালে ৪ উইকেট নিয়েছেন। শিরোপা নির্ধারনী ম্যাচেও সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। ‘অধিনায়ক হিসেবে আমার ওপর বাড়তি দায়িত্ব থাকবে। ব্যক্তিগতভাবে আমি নিজের সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করাতে চাই’- বলছিলেন রংপুরের প্রতিনিধিদের অধিনায়ক শিহাব। শিরোপা নির্ধারনী মঞ্চে উঠে আসার পথে কোয়ার্টার ফাইনালে জয়পুরহাট কে জি এন্ড হাই স্কুলের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় টসে জিতেছে রংপুর। সেমিফাইনালে দলটি সুনামগঞ্জ জুবিলী হাই স্কুলকে ৪২ রানে পরাজিত করে।

আয়োজন সম্পর্কে রংপুর অধিনায়ক শিহাব বলেছেন, ‘এতো বড় একটা ইভেন্টে খেলার সুযোগ করে দেয়ার জন্য বিসিবি, প্রাইম ব্যাংক, গেম ডেভেলপম্যান্ট, স্কুল ক্রিকেটের আয়োজকসহ সকলকে ধন্যবাদ দিতে চাই। ক্রিকেট আমাদের প্যাশন, আমরা খেলাটা উপভোগ করছি। ভবিষ্যতেও উপভোগ করতে চাই।’

বৃষ্টির বাগড়ায় মেহেরপুরেরও কোয়ার্টার ফাইনাল ম্যাচ পণ্ড হয়ে গেছে। কুমিল্লা হাই স্কুলের বিপক্ষে টস জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। শেষ চারের লড়াইয়ে খুলনার গাজী মেমোরিয়াল স্কুলকে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে আসে জিহানের দল।

‘কুমিল্লার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাজে নৈপুণ্যর পরও আমরা টস জিতে পরবর্তী পর্বে এসেছি। এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। সেমিফাইনালে আমাদের বোলিং ভাল হয়নি। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলায় দল ফাইনালে উঠে এসেছে। আগের ভুলগুলো যাতে শিরোপা নির্ধারণী ম্যাচে না হয়- সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন কোচ। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি’- বলেছেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিহান।

ব্যাট ও বলে দলকে সামনে রেখে নেতৃত্ব দেয়া এ অলরাউন্ডার যোগ করেন, ‘মেরহরপুর জেলা দলকে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন করেছি। ইনশা আল্লাহ স্কুল ক্রিকেটেও আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে চাই।’

 

Link copied!