আফিফ হোসেন ও নাইম শেখকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
ইনজুরির কারনে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তাসকিন। ঘরের মাঠে আজ শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন তাসকিন।
আগামী ৫, ৮ এবং ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।