সাকিব ম্যাজিকের পর কলকাতার জয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৪, ২০২১, ০৫:০৪ এএম

সাকিব ম্যাজিকের পর কলকাতার জয়

সাকিব আল হাসান আইপিএলে এই সংযুক্ত আরব আমিরাত পর্বে এই প্রথম সুযোগ পেলেন। আর বুঝিয়ে দিলেন তিনি কতটা জরুরি। রিটার্ন ক্যাচটা নিতে পারলে উইকেট সংখ্যা বেশি থাকতো। তারপরও ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সরাসরি থ্রোতে রান আউটও করেছেন তিনি। আসর থেকে বিদায় নেওয়া সানরাইজার্স হায়দরাবাদ গুটিয়ে যায় ১১৫ রানে। কলকাতা ৬ উইকেটে সহজেই জয় তুলে নেয় (১১৯/৪,১৯.৪ ওভার)। প্লে অফের আশা টিকে আছে তাদের। ইতোমধ্যে চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরু চলে গেছে । কলকাতার ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। আর ১টি ম্যাচ বাকি তাদের। আর সেটা রাজস্থানের সঙ্গে ৭ অক্টোবর। 

সাকিব আল হাসানকে আর ব্যাট করতে নামতে হয়নি। তার আগেই খেলা শেষ।  হায়দরাবাদ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সুবিধা করতে পারেনি। দলীয় সর্বোচ্চ ২৬ রান করেন উইলিয়ামসন। আর ২৫ রান করেন সামাদ। 

সাকিবের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন শিশির। আমেরিকা থেকে এসেছেন তিনি। আর সাকিবও মাঠে নেমে নৈপুণ্য দেখালেন। ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বিপদে পরতে হয়নি কলকাতাকে। 

শুভমান গিল ৫১ বলে ৫৭ রান করেছেন। এই ওপেনারের দুরন্ত শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় হায়দরাবাদ। নিতিশ রানা ২৫ রানে আউট হয়েছেন। 

Link copied!