হাসানের কিকে মিরাজ হাসপাতালের বেডে!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৩, ১১:০৬ পিএম

হাসানের কিকে মিরাজ হাসপাতালের বেডে!

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর দারুণ মুড নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। এর মধ্যে দলকে পেতে হলো দুঃসংবাদ!

সিরিজ শুরুর একদিন আগেই সিলেটে পা রেখেছে বাংলাদেশ দল। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নামে তারা। সে সময় অনুশীলনের অংশ হিসেবেই ফুটবল খেলছিল টাইগাররা। খেলার মাঝে হঠাৎই পেসার হাসান মাহমুদের একটি কিক এসে লাগে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বুকে। সাথে সাথে বুকে হাত দিয়ে বসে পড়েন তিনি।

বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম পরীক্ষা করে দেখার পর সাথে সাথে হাসপাতালে নেওয়া হয় ইংল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স দেখানো এই অলরাউন্ডারকে।

এদিকে গতকাল অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকির হাসান। চোট পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই উইকেটকিপার-ব্যাটারের। জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

অন্যদিকে খবর পাওয়া গেছে কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে অসুস্থতা নিয়েই সিরিজের প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকবেন তামিম।

Link copied!