সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে খেলছেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে অনুশীলন শুরু করেছেন। ৪ ডিসেম্বর পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টটি শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সে টেস্টে সাকিব আল হাসান খেলতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
সাকিবের নিজের একাডেমি আছে। মাসকো ক্রিকেট একাডেমি নাম সেটার। সাকিব সেখানে অনুশীলন শুরু করেছেন। আর কোচ ও গুরু সালাউদ্দিন তাকে পরামর্শ দিচ্ছেন।
প্রথম টেস্ট ম্যাচটি এখনো চলছে। প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে ৩৩০ রান তুলেছে।
সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় চোটে পরেন। আর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। তবে ঢাকা টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে।