ইউক্রেনে মার্কিন সেনাদের হামলা মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১২, ২০২২, ০৭:৩৭ পিএম

ইউক্রেনে মার্কিন সেনাদের হামলা মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন হামলা চালানো মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়তে পারেন: বাইডেন-জেলেনস্কির ফোনালাপে যা জানা গেল

গতকাল শুক্রবার ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে জানান তিনি।

আরও পড়তে পারেন: যে কারণে ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়নি যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জো বাইডেন আরও বলেন, “রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও দেশটির বাসিন্দাদের প্রাণ বাঁচাতে খাবার এবং অর্থ সাহায্য পাঠানোর কথাও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৭ তম দিন শনিবার রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!